News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

নতুন হোয়াটসঅ্যাপ ফিচার, মেসেজ ফরওয়ার্ড করার সময় তৈরি করা যাবে গ্রুপ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-12-18, 6:51pm

erewrewrew354-43f02c90bcd4b59d871ec5cdf173e1331766062307.jpg




হোয়াটসঅ্যাপ নতুন এক ফিচার নিয়ে আসছে, যা ব্যবহারকারীদের প্রাইভেসি রক্ষা করবে আরও ভালোভাবে। এখন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য নাম বা নম্বর দেওয়ার প্রয়োজন হবে না, ফলে ব্যবহারকারীরা গোপনীয়তা বজায় রেখে প্রিয়জনের সঙ্গে সহজে যোগাযোগ রাখতে পারবেন।

মেটার বিটা ভার্সনে পরীক্ষানিরীক্ষা চলছে এই ফিচারের, যার নাম ‘ইউজার নেম’। এই ফিচার চালু থাকলে ব্যবহারকারীদের নাম ও মোবাইল নম্বর অন্যদের কাছে সম্পূর্ণ গোপন থাকবে। এর ফলে অনাকাঙ্ক্ষিত মেসেজ ও স্প্যাম থেকে মুক্তি পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেটিংসে নতুন ‘রিজার্ভ ইউজার’ অপশন যুক্ত হবে, যা চালু করলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য প্রকাশ পাবে না। পাশাপাশি, ওয়েবসাইট বা বাইরের প্ল্যাটফর্ম থেকে আসা সন্দেহজনক মেসেজ নিজে থেকেই ব্লক করার ব্যবস্থা থাকবে, যা সাইবার অপরাধ ও তথ্য চুরি কমাতে সাহায্য করবে।

যারা নম্বর জানা নেই, তারা মেসেজ পাঠাতে পারবে না এখনই নয়। কিন্তু এই সমস্যা দূর করতে ‘ইউজার নেম উইথ পিন’ অপশন থাকবে। এতে ব্যবহারকারী একটি চার অঙ্কের পিন তৈরি করতে পারবেন, যা জানলেই অপরিচিত কেউ মেসেজ করতে পারবে।

এই নতুন ‘প্রাইভেসি শিল্ড’ ফিচার বছরের মধ্যে চালু হলে ব্যবহারকারীরা আরও সুরক্ষিতভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।