News update
  • 2 Landmark Ordinances Passed to Strengthen Forest & Wildlife Protection      |     
  • Zubaida Rahman heading to Dhaka to join Khaleda Zia’s UK flight     |     
  • Israeli Assault Has Plunged Gaza Into Worst Economic Collapse     |     
  • Woman sent to jail on charges of killing 8 puppies in Pabna     |     
  • UN Assembly Urges Decisive Action to Resolve Israel-Palestine Conflict     |     

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-12-05, 12:27am

76ce114d1bc733828b208725b7210d3ae3d971b185b83d9a-6e68a3792b8348f915b42d3829464f551764872854.jpg




শীতকালে শৈত্যপ্রবাহের কারণে তীব্র ঠাণ্ডার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তিন মাসের পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তথ্যমতে, এবারের শীতে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ অবস্থায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দফতর জানায়, এবার ৩-৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এর মধ্যে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ড্রিগ্রি সে.) রূপ নিতে পারে।

তিন মাসের আবহাওয়া বার্তায় আরও বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলেতে পারে।

তবে কখনও কখনও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

এছাড়া এ সময় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।