News update
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     

আইএফএ ২০২৫-এ তিনটি গ্লোবাল ইনোভেশন অ্যাওয়ার্ড জিতলো টেকনো

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-09-08, 11:23pm

eret45345-cd67cab6ab87b0eb0cc67818c59c0eb01757352233.jpg




এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বার্লিনে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ কনজিউমার টেকনোলজি এক্সপো আইএফএ ২০২৫-এ রীতিমতো ঝড় তুলেছে।

একসাথে তিনটি সম্মানজনক গ্লোবাল প্রোডাক্ট টেকনোলজি ইনোভেশন অ্যাওয়ার্ড জিতে এই ব্র্যান্ডটি একটি নতুন মাইলফলক স্থাপন করেছে, টেকনো পোভা স্লিম ৫জি, মেগাবুক এস১৪ এবং এআই গ্লাসেস সিরিজ-এর মতো উদ্ভাবনী পণ্যগুলোকে স্বীকৃতি দিয়েছে এই সম্মাননা, যা এআই-নির্ভর ডিজাইন, গ্রাহক-কেন্দ্রিক অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ প্রজন্মের কনজিউমার  প্রযুক্তিতে টেকনো'র শীর্ষস্থানীয় অবস্থান তুলে ধরেছে।

আইএফএ গ্লোবাল প্রোডাক্ট টেকনোলজি ইনোভেশন অ্যাওয়ার্ডসকে ইলেকট্রনিক্স শিল্পের সবচেয়ে বিশ্বস্ত স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়। এই অ্যাওয়ার্ড শুধুমাত্র সেই ব্র্যান্ডগুলোকেই দেওয়া হয়, যারা উদ্ভাবন এবং বুদ্ধিমত্তায় নতুন মান তৈরি করে। 

পুরস্কারপ্রাপ্ত ডিভাইসগুলোর মধ্যে, টেকনো পোভা স্লিম ৫জি বিশ্বের সবচেয়ে স্লিম ৫জি কার্ভড-স্ক্রিন স্মার্টফোন হিসেবে আলাদা স্থান তৈরি করেছে যার মধ্যে রয়েছে আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। বাংলাদেশে ৫জি ধীরে ধীরে চালু হচ্ছে, এবং এই ফোনটি সেই কানেক্টিভিটিকে করে তুলতে পারে আরও ফাস্ট, স্মুথ ও স্মার্ট।

ইন্ড্রাস্টির বিভিন্ন লিকস এবং অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার হিন্টস অনুযায়ী, গ্লোবাই অ্যাওয়ার্ড প্রাপ্ত এই প্রডাক্টগুলো শীঘ্রই লঞ্চ হতে পারে বাংলাদেশে যাতে দেশের মানুষ সরাসরি ব্যবহার করতে পারবে এআই-নির্ভর স্মার্টফোন, ল্যাপটপ এবং বিভিন্ন স্মার্ট ডিভাইস। 

টেকনো’র এই ইনোভেশনগুলো প্রমাণ করে যে স্টাইল, স্মার্টনেস ও অ্যাফোর্ডেবিলিটির সঙ্গে কীভাবে উদীয়মান বাজারে প্রযুক্তিকে সবার নাগালে আনা যায়।

বিশ্বমানের এই স্বীকৃতির ফলে টেকনো'র ব্র্যান্ড এসেন্স "স্টপ অ্যাট নাথিং" আরও জোরালো হয়েছে যা বিশ্বজুড়ে ক্রিয়েটিভিটি, কানেক্টিভিটি এবং ইনোভেশনকে অনুপ্রাণিত করে।