News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

আন্ডারওয়াটার ফটোগ্রাফি চ্যাম্পিয়ন এর প্রি অর্ডার শুরু

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-08-03, 7:36pm

img_20250803_193402-903e431d69f14563adbceffebba196531754228183.jpg




অপেক্ষার পালা শেষ! কেননা, আইপি৬৯ সহ আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা এবং ফ্ল্যাটফ্রেম-ইউনিবডি ডিজাইনের ভিভো ওয়াই৪০০ এর প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যে কোনো অথোরাইজড শপ থেকে প্রি-অর্ডার করতে পারবেন ক্রেতারা।

নির্ধারিত সময়ের মধ্যে ভিভো ওয়াই৪০০ প্রি-অর্ডার করলেই থাকছে ২০,০০০ টাকার এক্সক্লুসিভ গিফট। যার মধ্যে পাওয়া যাবে মানা বে’র একটি টিকিট কুপন। ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে কুপনটি ব্যবহার করে একটি টিকিট কিনলেই পাওয়া যাবে আরেকটি টিকেট সাথে এন্ট্রি ও রাইডস একদম ফ্রি। আরও থাকছে ৬ মাসের ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স। ই-ওয়ারেন্টি অ্যাকটিভ করলেই ফোন কেনার ৬ মাসের মধ্যে পানিজনিত কোনো সমস্যায় একবার এই সুবিধা পাওয়া যাবে। এছাড়াও আছে কিছু লাইফটাইম অফার। যেমন, যেকোনো সময় ওয়াই৪০০ কিনলেই পাওয়া যাবে রিরো এস৮০ পাওয়ার ব্যাংক ও ১৮ জিবি বাংলালিংক ডেটা। নির্বাচিত যে কোনো ভিভো ব্র্যান্ডশপে মাত্র ৯,০০০ টাকা ডাউনপেমেন্টে মোমো কিস্তিতে কিনতে পাওয়া যাবে ওয়াই৪০০।  

আইপি৬৮ ও আইপি৬৯ দুটি রেটিং থাকায় ভিভো ওয়াই৪০০ শুধু ছিটেফোঁটা পানি বা ধুলোবালি থেকেই নয়, বরং ৩০ মিনিট পর্যন্ত ২ মিটার পানিতে ডুবে থাকতে পারে । আর এমন একটি ফোন কে না চাইবে যা শুধু পানি থেকে সুরক্ষাই নয় সাথে দিবে এত লম্বা সময় ধরে পানির নিচে ছবি তোলার সুযোগ। তাই আন্ডারওয়াটার ফটোগ্রাফির অভিজ্ঞতা এখন হবে আরও সহজ। ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের বোকে সেন্সর থাকায় প্রতিটি ছবি হয় কল্পনার মতোই সুন্দর। আরও থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 

৬.৬৭” এর বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় স্ক্রিন অভিজ্ঞতা এখন আরও ব্রাইট আরও ক্লিয়ার। এছাড়াও, সারাদিন মাল্টিটাস্কিং করতে ফোনের প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন৬৮৫। এবং চার্জের চিন্তা দূর করতে আছে ৬০০০ এমএএইচ এর ব্লুভোল্ট ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফ্ল্যাশ্চার্জ সুবিধা। 

ফোনের মিনিমালিস্টিক ডিজাইনে নজর আটকাতে বাধ্য সবার। মাত্র ৭.৯ মিলিমিটার পুরু ও ১৯৬ গ্রামের ভিভো ওয়াই৪০০ দেখতে যেমন স্লিক, ব্যবহারেও তেমনি আরামদায়ক। এতসব কিছু কে কমপ্লিমেন্ট করে এর অনন্য দুটি রং ডাইনামিক গ্রিন ও পার্ল হোয়াইট। 

দুটি ভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে নতুন ভিভো ওয়াই৪০০। ৮ জিবি র‍্যাম এবং অতিরিক্ত ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম অপশনের সাথে ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টটির দাম ২৭,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্টটির দাম ২৯,৯৯৯ টাকা।