News update
  • Consensus not to use emergency for political ends: Ali Riaz     |     
  • Sunamganj’s age-old boat market dull as normal floods rare     |     
  • Italian PM Giorgia Meloni to Visit Bangladesh on Aug 30-31     |     
  • BNP to Get 38.76% Votes, Jamaat 21.45%, NCP 15.84%     |     
  • Bangladesh’s Democratic Promise Hangs in the Balance     |     

২০২৪-২৫ অর্থবছর: তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-07-08, 7:20am

3a92f46e47e0d03058593ee2dd3983db69ec87347b083b3d-7f73d20108da2fa1542baf1c324ab4bd1751937630.jpg




সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রাক্কলিত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ।

সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারের (জানুয়ারি-মার্চ ২০২৫) জিডিপির হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৮৬ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারের সাময়িক হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার ১৪ লাখ ১৯৭ হাজার ১৮০ মিলিয়ন টাকা (১৪ হাজার ১৯৭ বিলিয়ন টাকা), ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কোয়ার্টারে যা ছিল ১২ লাখ ৬৬৯ হাজার ৮৫০ মিলিয়ন টাকা (১২ হাজার ৬৭০ বিলিয়ন টাকা)।

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারের প্রাক্কলিত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪.৮৬ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কোয়ার্টারে যা ছিল ৪.৬২ শতাংশ। সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারের প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১.৯৬ শতাংশ ও ৪.৪৮ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে যা ছিল যথাক্রমে ৫.৮৭ শতাংশ ও ৪.৪৭ শতাংশ। সম্মিলিতভাবে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারের (জুলাই-মার্চ ২০২৩-২৪) তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারের (জুলাই-মার্চ ২০২৪-২৫) স্থুল দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার ৩.৮১ শতাংশ।

কৃষি খাত

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারে কৃষি খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২.৪২ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কোয়ার্টারে যা ছিল ৪.০২ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারের এ খাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ০.৭৬ শতাংশ ও ১.২৫ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে যা ছিল যথাক্রমে ০.৬২ শতাংশ ও ৪.০৯শতাংশ।

শিল্প খাত

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারে শিল্প খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৯১ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কোয়ার্টারে যা ছিল ৪.৫৫ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারের এ খাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২.৪৪ শতাংশ ও ৭.১০ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে যা ছিল যথাক্রমে ৭.৭৮ শতাংশ ও ১.০৪ শতাংশ।

সেবা খাত

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারে সেবা খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫.৮৮ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কোয়ার্টারে যা ছিল ৪.৩১ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারের এ খাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২.৪১ শতাংশ ও ৩.৭৮ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে যা ছিল যথাক্রমে ৫.৫২ শতাংশ ও ৭.১০ শতাংশ।