News update
  • Thousands evacuate homes after volcanic eruptions in Indonesia     |     
  • Southern China road collapse kills 19: state media     |     
  • ‘Very severe heat wave’ grips 7 districts : BMD     |     
  • A cleric beaten to death inside a mosque in Rajasthan     |     

বাড়ছে না সময়সীমা, মঙ্গলবারই শেষ হচ্ছে বাণিজ্য মেলা

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2023-01-29, 11:16pm

resize-350x230x0x0-image-209563-1674993734-1-c08775985dee403c7bf681e85394658e1675012574.jpg




চলতি বছরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান। নির্ধারিত সময় অর্থাৎ মঙ্গলবারই (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে এবারের বাণিজ্য মেলা।

রোববার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এ এইচ এম আহসান বলেন, বাণিজ্য মেলার সময়সীমা বাড়াতে সবসময়ই আবেদন করে থাকেন ব্যবসায়ীরা। যেহেতু মেলা নির্ধারিত সময়ে শুরু হয়েছে, তাই নির্ধারিত সময়েই মেলা শেষ হবে। সঠিক সময়ে যদি কোনো ব্যবসায়ী ব্যবসা শুরু করতে না পারেন, তাহলে সেটা তার ব্যর্থতা। তাই সময় বাড়ানো হবে না।

মঙ্গলবার অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলায় সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

গত ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য সূত্র আরটিভি নিউজ।