
গত আগস্টে প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেবারের হালনাগাদে বাংলাদেশই ছিল সবচেয়ে বেশি উন্নতি করা দল। তবে এবার মুদ্রার উল্টোপিঠ দেখল পিটার বাটলারের দল। গত চার মাসে টানা ৪ ম্যাচে হেরে বড় অবনতি হয়েছে বাংলাদেশের।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৮ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। গত আগস্টে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১০৪ নম্বরে ছিল বাংলাদেশ। কিন্তু ডিসেম্বরে ১১২ নম্বরে নেমে গেছে পিটার বাটলারের দল।
গত আগস্টের পর থেকে মোট চারটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচে যথাক্রমে ৩-০ এবং ৫-১ গোলে হেরেছিল ঋতুপর্ণা-আফঈদারা। এরপর নভেম্বর-ডিসেম্বরে তিন জাতি সিরিজের দুই ম্যাচে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে দুই ম্যাচেও যথাক্রমে ১-০ এবং ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই চার ম্যাচে ঋতুপর্ণা-আফঈদারা ২ গোল করলেও হজম করেছে ১১ গোল!
এই হারের প্রভাবই পড়েছে র্যাঙ্কিংয়ে। এ সময়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১২.২৬ কমেছে। আগস্টে ১১৭৯.৮৭৩ রেটিং পয়েন্ট থাকলেও ডিসেম্বরে কমে দাড়িয়েছে ১১৬৭.৬১১। গত আগস্টে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল ছিল বাংলাদেশ। সবচেয়ে বেশি (+৮০.৫১) পয়েন্ট অর্জন করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল বাটলারের দল।
দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে শীর্ষে আছে ভারত। ৪ ধাপ পেছালেও ৬৭ নম্বরে আছে তারা। নেপাল আছে ৮৯ নম্বরে। বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্শস্থান ধরে রেখেছে স্পেন। সেরা পাঁচে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইংল্যান্ড ও সুইডেন।