News update
  • OIC Condoles the Passing of Members of the Amiri Diwan     |     
  • Bangladesh’s stock market tumbles at week’s start     |     
  • Police disperse teachers' rally in front of National Press Club      |     
  • New Law to Fully Protect 93 pc of Bank Depositors     |     
  • Nationwide Typhoid Vaccination Drive Begins for Children     |     

মেসির সঙ্গে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন এমবাপ্পে

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-10-13, 6:24am

bcb06d36e92258d0583d7cc69a321ec104d6932b88ba8b48-17ed224f8797635cb6d2742463edf4d61760315058.jpg




২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। তার বেশ আগে থেকেই ফরাসি ক্লাবটিতে খেলছিলেন কিলিয়ান এমবাপ্পে। মেসি পিএসজিতে যোগ দেয়ার পর যেন ক্লাবটি পূর্ণতা পায়। যদিও ইউরোপিয়ান প্রতিযোগিতায় পিএসজি তখন তেমন কিছু করতে পারেনি। তবে মেসির সঙ্গে খেলাটা যে কতটা উপভোগ করেছেন এমবাপ্পে তা প্রকাশ করেছেন তিনি। মেসির সঙ্গে খেলাটা সৌভাগ্যের বিষয় বলে মনে করেন ফরাসি এই তারকা।

মেসির সঙ্গে যেই খেলেছেন, তারাই নিজেদের ভাগ্যবান মনে করেছেন। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা কিলিয়ান এমবাপ্পেও সেটাই বললেন। ফরাসি অনুষ্ঠান 'তেলেফুট'-এ মেসির সঙ্গে খেলার বিষয়ে কথা বলেছেন এমবাপ্পে।

ফরাসি এই তারকা বলেন, 'আমি ভাগ্যবান ছিলাম যে মেসির সঙ্গে খেলতে পেরেছি। আমি কখনও ভাবিনি যে আমি তার সঙ্গে খেলব, কারণ আমার স্বপ্ন ছিল সবসময় রিয়াল মাদ্রিদ। আমি কখনও বার্সেলোনায় যোগ দেয়ার কথা ভাবিনি। আমি সত্যিই অবাক হয়েছিলাম, কারণ ড্রেসিংরুমে সবকিছুই খুবই স্বাভাবিক ছিল। যখন আপনি বিখ্যাত হন, তখন অনেকেই আপনাকে একজন ব্যক্তি এবং একজন খেলোয়াড় উভয় হিসেবেই পরিমাপ করে। কিন্তু মেসি সবাইকে সম্মান করে। এবং সে একজন অনন্য খেলোয়াড়। তার সঙ্গে খেলাটা সত্যিই একজন খেলোয়াড় হিসেবে আমাকে খেলাটি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে।'

পিএসজিতে মেসি ও এমবাপ্পে দুই মৌসুম এক সঙ্গে খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও তখন লিগ শিরোপা ও ঘরোয়া লিগ জিতেছিল পিএসজি। ২০২৩ পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। সেখানেও মাঠ মাতিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক। অপরদিকে, ২০২৪ সালে পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে।