News update
  • Bangladesh Army takes 15 officers into custody     |     
  • DUCSU wants trial of all involved in enforced disappearances, killings     |     
  • ICT to Hear Hasina Crimes Against Humanity Case     |     
  • Army Detains 15 Officers Over War Crimes Warrants     |     
  • Machado dared to imagine a better world, worked tirelessly: Prof Yunus     |     

এশিয়ান কাপ খেলতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে হামজারা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-10-11, 9:05pm

rtrterter-170ac3f30c5da88c032b214bce1ca2cf1760195127.jpg




এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তীরে এসে তরী ডুবিয়েছে বাংলাদেশ দল। শেষ মুহূর্তে গোল হজম করে এশিয়ান কাপের মূল পর্বের পথ কঠিন করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। তাই এশিয়ান কাপে খেলতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে রয়েছে জামাল-হামজারা।

বাংলাদেশের গ্রুপে রয়েছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। এই মুহূর্তে হংকং শীর্ষে, তাদের পেছনে সিঙ্গাপুর ও ভারত; তালিকার তলানিতে বাংলাদেশ। 

এমন অবস্থায় এশিয়ান কাপে ওঠার একমাত্র সমীকরণ—বাংলাদেশকে বাকি তিন ম্যাচে টানা জয় পেতে হবে। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বীদের কয়েকটি অপ্রত্যাশিত ফলাফলের অপেক্ষায় থাকতে হবে।

বিশ্লেষণে দেখা যাচ্ছে, যদি সিঙ্গাপুর বাংলাদেশের বিপক্ষে হারে এবং অন্য কোনো ম্যাচে ড্র করে বা হার মানে, তাহলে বাংলাদেশের জন্য সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। 

একই সঙ্গে হংকংকে বাকি ম্যাচগুলোতে জয় পাওয়া যাবে না, তাহলেই তাদের পেছনে ফেলার সুযোগ আসতে পারে বাংলাদেশের জন্য। এ ছাড়াও ভারতকেও অন্তত একটি ম্যাচে পয়েন্ট হারাতে হবে। সব মিলিয়ে সমীকরণটা দাঁড়াচ্ছে অঙ্কের মতো কঠিন, কিন্তু অসম্ভব নয়।