News update
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     
  • UN Aid Chief Warns Humanitarian Work Faces Collapse     |     

জুভেন্টাসকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে সিটি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-27, 9:10am

4f8ce3967ec150682ee28a3b214a86e2b9f339f3747ec43e-6bd9ad7ee931d4efbf3a8b86215b2f901750993843.jpg




ফিফা ক্লাব বিশ্বকাপে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখিমুখি হয়েছিল জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি। দুই দল শেষ ষোলো আগেই নিশ্চিত করায় ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার। সেই ম্যাচে জুভেন্টাসকে পাত্তাই দেয়নি সিটি।

অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে জুভেন্টাসকে ৫-২ গোলে হারিয়েছে সিটিজেনরা। ম্যানচেস্টার সিটির হয়ে গোল করেছেন সাভিনহো, হলান্ড, ফোডেন এবং ডকু। একটি গোল এসেছে আত্মঘাতী থেকে। আর জুভেন্টাসের হয়ে গোল করেছেন কোপমেইনার্স এবং ভ্লাহোভিচ।

ক্লাব বিশ্বকাপে দুই দলই দারুণ শুরু করেছে। জুভেন্টাস নিজেদের প্রথম দুই ম্যাচে আল আইনকে ৫-০ এবং ওয়াইদাদকে ৪-১ গোলে হারিয়েছে। অপরদিকে, ম্যানচেস্টার সিটি ওয়াইদাদকে ২-০ এবং আল আইনকে গোলে উড়িয়ে দিয়েছে। এবার ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষেই বড় ব্যবধানে জিতল তারা।

এদিকে ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোতে সিটির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সালজবার্গ, আল হিলাল অথবা রিয়াল মাদ্রিদ। কারণ, গ্রুপ 'এইচ'-এর তিন দলই সমান পয়েন্ট নিয়ে আছে। জুভেন্টাসের প্রতিপক্ষও এই তিন দলের একটি হতে পারে।