News update
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     
  • India willing to work together inspired by shared sacrifices of past     |     

আল নাসরেই থাকছেন রোনালদো

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-10, 10:53am

856c7cf22c930c187f9aab04602a03cbe7c19aa31b365b6b-914ecafaed5f679849c831fdbec3be5f1749531232.jpg




সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে খেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো এক অধ্যায় শেষের ইঙ্গিত দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকেই তখন ভেবেছিল, হয়তো ক্লাব ছাড়তে যাচ্ছেন রোনালদো। ক্লাব বিশ্বকাপে খেলার জন্য ব্রাজিলিয়ান ক্লাবে যাওয়ার গুঞ্জন ওঠার পর আরও জোরালো হয় এই ধারণা। তবে সেসব জল্পনা-কল্পনায় পানি ঢেলে দিলেন এবার রোনালদো নিজেই।

উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জয়ের পরই রোনালদো নিজেই জানিয়ে দিলেন, আল নাসরেই থাকছেন তিনি। নিজের ক্যারিয়ারের শেষ দিনগুলো উদযাপন করে যেতে চান বলেও জানিয়েছেন এই পর্তুগিজ তারকা।

রোববার (৮ জুন) পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ জয়ের পর রোনালদো তিনি বলেন, ‘ভবিষ্যৎ? কিছুই বদলাবে না। আল নাসর? হ্যাঁ।’

তিনি আরও বলেন, 'আপনার জানেন এখন আমি কতটা বুড়ো হয়ে গেছি। এখানে (আল নাসর) আসার আগে শেষের থেকে যতটা না কাছে ছিলাম, তার চেয়ে এখন অনেক কাছে। কিন্তু আমাকে প্রতিটি মুহূর্ত এনজয় করতে হবে, যদি না ইনজুরিতে পড়ি। আমাকে চালিয়ে যেতে হবে।'

আল নাসরের ক্রীড়া পরিচালক ফার্নান্দো হিয়েরো গতমাসে জানিয়েছিলেন, তারা রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করছেন। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে ধরে রাখতে তাদের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে।