News update
  • UNRWA Situation Report No 107 on Gaza Strip and West Bank     |     
  • MV Abdullah sailor reunites with family after 2 months in captivity     |     
  • Unite people taking Moulana Bhasani’s lesson to save common rivers: IFC     |     
  • US to rebuild Dhaka-Washington trust leaving behind tension: LU     |     
  • "Dengue cases in Dhaka was 42,000 less in 2023 than in 2019"     |     

লিগ ওয়ান: মোনাকোর হারে লিগ শিরোপা নিশ্চিত হল পিএসজির

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-04-29, 9:15am

8effbbc7ec278b920bf4f865a70972518f78602cf7348f81-ac3e33608ac06cddcfffba4e853898481714360541.jpg




শিরোপা জয়ের উদযাপনটা শনিবারই (২৭ এপ্রিল) করতে পারতো পিএসজি। তবে লে হাভ্রের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে অপেক্ষাটা দীর্ঘ করে তারা। কিন্তু বেশিদিন অপেক্ষা করতে হয়নি এমবাপ্পে-কোলো মুয়ানিদের। রোববার (২৮ এপ্রিল) টেবিলের দুইয়ে থাকা মোনাকোর হারে শিরোপা নিশ্চিত হয়ে যায় পিএসজির।

রোববার লিগ ওয়ানে লিওঁ'র কাছে ৩-২ গোলে হেরে যায় মোনাকো। তাতে শিরোপা নিশ্চিত হয় পিএসজির। এ নিয়ে টানা তৃতীয়বার ও ইতিহাসে ১২তম বার লিগ শিরোপা জিতল ফ্রান্সের সবচেয়ে সফলতম দলটি।

শিরোপার আশা বাঁচিয়ে রাখতে মোনাকোর লিওঁ'র বিপক্ষে জিততেই হতো। তবে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে যায় ২০১৬-১৭ মৌসুমে লিগ শিরোপা জেতা মোনাকো।

৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। সমান ম্যাচে মোনাকোর পয়েন্ট ৫৮। লিগে আর তিন ম্যাচ বাকি আছে এই দুই দলের। এই তিন ম্যাচে মোনাকো সবকটি ম্যাচ জিতলেও পিএসজিকে পিএসজিকে ধরতে পারবে না।

১৯৮৫-৮৬ সালে প্রথমবার লিগ শিরোপা জেতে পিএসজি। তবে নাসের আল-খেলাইফি পিএসজির মালিক হওয়ার পর ক্লাবটি সাফল্য পেতে শুরু করে। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত দশবার লিগ শিরোপা জিতেছে পিএসজি। সময় সংবাদ।