News update
  • WHO Says Traditional Medicine Use Surges Worldwide     |     
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     

বাংলাদেশিদের জন্য বেড়েই চলেছে আরব আমিরাতের ভিসা জটিলতা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-09-13, 10:54am

retertert-4c4d5d9b3c31062bab32d04cdfd41a3d1757739266.jpg




বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা দিন দিন বেড়েই চলছে। ২০১২ সাল থেকে এ সংকট দেখা দিলেও বর্তমানে তা মারাত্মক রূপ নিয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংকট এড়াতে বারবার মিশন ও সরকারের কাছে আবেদন জানালেও কিছুতেই যেন কাটছে না সংকট।

মধ্যপ্রাচ্যের প্রধান শ্রমবাজারগুলোর একটি সংযুক্ত আরব আমিরাত। কিন্তু ২০১২ সাল থেকেই দেশটিতে ভিসা জটিলতার মুখে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। আগে ছবি ও পাসপোর্ট কপিতেই এমপ্লয়মেন্ট বা রেসিডেন্স ভিসা মিললেও, এখন গ্র্যাজুয়েশন সার্টিফিকেটসহ একাধিক মন্ত্রণালয়ের সত্যায়নের পরও ভিসা মিলছে না।

দেশটিতে বর্তমানে ভিজিট, এমপ্লয়মেন্ট, ফ্যামিলি, স্টুডেন্ট ও অভ্যন্তরীণ ট্রান্সফারসহ বেশিরভাগ ভিসা পুরোপুরি বন্ধ। ফ্রি জোনের বড় কোম্পানিগুলোতে কিছু ভিসা চালু থাকলেও গ্র্যাজুয়েশন সার্টিফিকেট না থাকায় সেই সুবিধা নিতে পারছেন না ৯৮ ভাগ প্রবাসী বাংলাদেশি। 

তাই জাল-জালিয়াতি করে সার্টিফিকেট তৈরির পথে হাঁটছেন অনেকে, যা ভিসা বন্ধের অন্যতম বড় কারণ। 

তবে প্রবাসীদের অভিযোগ, কূটনৈতিক সংলাপে যথাযথভাবে ১৫ লাখ বাংলাদেশির সমস্যার কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছে সরকার।

তাদের আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে আগামীতে আমিরাতে বিপুলসংখ্যক বাংলাদেশি অবৈধ হয়ে পড়বেন। ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ব্যবসা ও রেমিট্যান্স প্রবাহ।