News update
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     

মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ভিজিট পাস চালুর ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-03-25, 8:58pm

r423423535-5ef942a79011408aeac4aa193d7dcadc1742914723.jpg




মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ভিজিট পাস সুবিধা চালু করা হচ্ছে। মঙ্গলবার (২৫ মার্চ) এ ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইবি দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইল।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বিনিয়োগের সুযোগ আরও অবারিত করতে বিদেশি বিনিয়োগকারীদের বেশি সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে দীর্ঘমেয়াদি ভিজিট পাস চালু করা হচ্ছে। 

বিবৃতি অনুসারে, এই ভিজিট পাসের ফলে বিদেশি বিনিয়োগকারীরা ছয় মাসের মাল্টিপল ভিসা দিয়ে মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন এবং প্রয়োজনে এটি আরও ছয় মাসের জন্য নবায়ন করতে পারবেন। যা বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে তাদের বিনিয়োগ কার্যক্রম আরও সহজ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিনিয়োগকারীদের মধ্বিযে যারা কোনো বিনিয়োগ সংস্থা বা সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তাদের সুবিধার্থে দীর্ঘমেয়াদি সোশ্যাল ভিজিট পাস চালু করা হয়েছে। তবে বিনিয়োগকারীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং কোনো ডিপেন্ডেন্ট পাসের অনুমতি থাকবে না।

গত ৬ মার্চ মালয়েশিয়ার সংসদে এক প্রশ্নোত্তর পর্বে সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, বিনিয়োগকারীদের এই ভিজিট পাস ইলেকট্রনিকভাবে ইস্যু করা হবে, যা বিনিয়োগকারীদের জন্য আরও সুবিধাজনক হবে। ভিজিট পাসের জন্য এক্সপ্যাটস গেটওয়ের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। যার ঠিকানা: https://xpatsgateway.com.my

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য ইমিগ্রেশন আবেদন প্রক্রিয়া সহজতর করবে। এছাড়া বিনিয়োগ সংস্থাগুলোর সহায়তা, পর্যালোচনা, অনুমোদন এবং এন্ড-টু-এন্ড প্রক্রিয়ার মাধ্যমে অনলাইনে ইনভেস্টর পাস মুদ্রণ করবে।