News update
  • Lightning strikes kill 5 in Rangamati, Cox’s Bazar     |     
  • China highway collapse: Death toll rises to over 40     |     
  • “Despite economic success, developing Asia unprepared for elderly wellbeing”     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Thursday morning     |     
  • 8 BD nationals die in Tunisia boat capsize: Bodies due today     |     

বাংলাদেশ থেকে আবারো জনবল নেয়া শুরু করেছে মলদোভা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2022-09-25, 12:16pm

image-59560-1664034158-3017e0825ca444aa6dcf2841d9125de51664086561.jpg




প্রায় এক দশকেরও বেশি সময় পর মলদোভা আবারো বাংলাদেশ থেকে জনবল নিয়োগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নিজ দেশে বিভিন্ন অংশীজনের সাথে দীর্ঘ আলোচনার পর মলদোভা অবশেষে  বাংলাদেশী শ্রমিক নিতে সম্মত  হয়েছে।’

প্রথম ব্যাচে ২৮ জন বাংলাদেশিকে মলদোভার ভিসা দেওয়া হয়েছে যারা অ্যালুমিনিয়াম জানালা তৈরির কারখানায় কাজ করবে।

ড. মোমেন আরও বলেন, মলদোভা কর্তৃপক্ষের কাছ থেকে ভিসা পেতে আরও ৪০ জন বাংলাদেশি কর্মী অপেক্ষায় রয়েছেন। তথ্য সূত্র বাসস।