News update
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     
  • Banks in Bangladesh slash CSR; spending hits 10-year low     |     
  • Law approved to equip EC to punish neglect of polls duty     |     
  • Expats must register thru mobile app to vote in BD polls     |     
  • US Faces Pressure as UN Votes on Gaza Ceasefire     |     

সমুদ্রের ঢেউয়ের তালে মেতেছেন কুয়াকাটায় আগত পর্যটকরা

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2024-09-16, 5:59pm

retreteryer-8fe43c8d05e34c5fab69c0e80e8bebb41726487979.jpg




নিম্নচাপের প্রভাব অনেকটা কেটে যাওয়ায় উত্তাল বঙ্গোপসাগর কিছুটা শান্ত রয়েছে। তবে ঢেউয়ের সঙ্গে মিতালি করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমেছেন আগত হাজার হাজার পর্যটক। ঢেউয়ের তালে তালে উন্মাদনায় মেতেছেন তারা। তবে তাদের নিরাপদে থাকতে মাইকিং করছেন ট্যুরিস্ট পুলিশ। কিন্তু সবকিছু উপেক্ষা করে পর্যটকরা মেতেছেন ঢেউয়ের তালে গোসলে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল দিনে উত্তাল ঢেউ উপভোগ করতে আনন্দ উল্লাসে মেতেছেন হাজারও পর্যটকরা।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তর-পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে পড়েছে। আকাশ আর ঘন মেঘাচ্ছন্ন নেই। বাতাসের চাপ কিছুটা কমেছে। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা কমেছে। বর্তমানে উপকূলের আকাশে কালো মেঘ সরে গেছে। ভারী বর্ষণও নেই।

ঢাকা বনানী থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক দম্পতি ফাতেমা জোহরা-তাজউদ্দীন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গোসল করছি সমুদ্রে। বেশ আনন্দ করছি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বেশ কয়েকদিন সমুদ্র উত্তাল ছিল। আজ আকাশের মেঘ কেটে গেছে। তবুও আমরা পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ঢেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন। এজন্য ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, ‘বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা ছিল আরও একদিন। তবে আজ বৃষ্টি নেই। সঙ্গে বাতাসের চাপ আরও কমেছে। আবহাওয়ার এ পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। তবে সমুদ্রের অনেকটা শান্ত হয়েছে। সমুদ্র শান্ত থাকলেও পর্যটকদের গোসলে নামার বিষয়ে বাড়তি সতর্কতা এখনও অবলম্বন করতে বলা প্রয়োজন।’ আরটিভি