News update
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-12-25, 6:55pm

retewrtewrewrew-b368a64e7a36a398b0682e139088078f1766667345.jpg




জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা আগামীকাল ২৬ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৮৫ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্র ছাড়াও কুমিল্লা, খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী। অন্যদিকে, ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৫২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ৫৩৭।

পরীক্ষাকেন্দ্র ও আসনবিন্যাস ঢাকার অভ্যন্তরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো– জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলী হাইস্কুল অ্যান্ড কলেজ এবং বিআইএএম মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ। এছাড়া ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নম্বর বণ্টন ও বিষয় মোট ১০০ নম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭২ নম্বর থাকবে বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) এবং বাকি ২৮ নম্বর নির্ধারণ করা হবে এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষার ফলাফলের ওপর। ‘এ’ ইউনিটের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে।

সার্বিক প্রস্তুতির বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা গণমাধ্যমকে বলেন, ভর্তি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। এবার পরীক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঢাকার বাইরে খুলনা, রাজশাহী ও কুমিল্লায় পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে।

অন্যান্য ইউনিটের পরীক্ষার সূচি এর আগে গত ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামীকাল ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (বেলা ১১টা থেকে দুপুর ১২টা) এবং কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি (বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।