
শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নিতে ছুটির দিনকেই বেছে নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী মহানগর ও জেলার সব বিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা শুরু হয়।
এদিন সকাল ও দুপুর দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিষয়গুলোর মধ্যে ছিল ইংরেজি, বিজ্ঞান, রসায়ন, ভূগোল ও ফিন্যান্স।
মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষকদের কর্মবিরতির কারণে গত দুই দিন পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীদের সেই একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই বিশেষ ব্যবস্থায় ছুটির দিনে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। এদিন পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল অত্যন্ত সন্তোষজনক।
শিক্ষা কর্মকর্তারা জানান, পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, হুটহাট রুটিন পরিবর্তনের কারণে কিছুটা সমস্যা হয়েছে ঠিকই, তবে শেষ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।
জানা গেছে, পিছিয়ে পড়া পরীক্ষা শেষ করতে আগামী শনিবারও (সাপ্তাহিক ছুটির দিন) রাজশাহীতে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়