News update
  • Bangladesh GDP to Grow 5% in 2026 Amid Rising Price Pressures     |     
  • Thousands Rally at Chattogram Polo Ground Ahead of Polls     |     
  • Gas Shortages Hit Households as Prices Soar in Dhaka     |     
  • Tarique in Chattogram for second phase of election campaign     |     
  • US seeks to befriend Jamaat-e-Islami, reports Washington Post     |     

ঢাকা- ১২ তে নির্বাচনী গণসংযোগে সাইফুল হক

আগামী নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে

নির্বাচন 2026-01-25, 8:40pm

img-20260125-wa0062-1e685e9b10181da13d6e35e7224422911769352020.jpg

Saiful Huq, general secretary, Billabi Workers Party, campaigning for votes in Dhaka 12 Seat on Sunday.



 ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  সাইফুল হক দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে চাঁদাবাজি, দুর্নীতি ও ভোট কারচুপির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন।

রবিবার শেরেবাংলা নগর এলাকায় আয়োজিত এ নির্বাচনী প্রচারণায় তিনি বলেন,

ঢাকা-১২ আসনে কালো টাকা ছড়িয়ে ভোট কেনা যাবে না। চাঁদাবাজদের আর কোনো ঠাঁই হবে না।

তিনি বলেন,  আগামী নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অনেকটা নির্ধারণ করে দেবে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ৩টায় শেরেবাংলা নগর থানার ২৭ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত শেরেবাংলা নগর কাঁচাবাজার থেকে গণসংযোগ শুরু হয়। পরে আগারগাঁও ফুল মার্কেট হয়ে আগারগাঁও পাকা মসজিদ পর্যন্ত। কর্মসূচি অব্যাহত রাখেন।

গণসংযোগের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে সাইফুল হক শেরেবাংলা নগরবাসীকে সালাম জানিয়ে বলেন,গণতন্ত্রের লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছি,  আশা করি এবার নির্বাচনেও জনগণের রায়ে বিপুল বিজয় আসবে।

তিনি বলেন, আপনারা আমাকে ভাই ও বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আজ থেকে আমিও আপনাদের একজন। নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে গণজোয়ারের ইঙ্গিত বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, এই আসনকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন, এই আসনের কোনো ছোট-বড় ব্যবসায়ী বা শিল্প উদ্যোক্তাকে আর চাঁদা দিতে হবে না। সবাই নিরাপদে ব্যবসা করতে পারবেন। তিনি আরও বলেন, গরিব ও শ্রমজীবী মানুষের সন্তানদের জন্য শিক্ষার সুযোগ  নিশ্চিত করা হবে। নির্বাচনী সহিংসতা ও বাধা প্রসঙ্গে অভিযোগ তুলে সাইফুল হক বলেন,কিছু বলেন, কিছু এলাকায় আমাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।তিনি অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহবান জানান। 

আগামী ১২ তারিখ সকালে কোদাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন সাইফুল হক। পরে তিনি কোদাল প্রতীক হাতে  নিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ কার্যক্রম শুরু করেন।

গণসংযোগ ও সমাবেশে অংশগ্রহণ করেন  সাইফুল হক এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, শাহ আলম,  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী,  ড. মোশরেকা অদিতি হক, তোফায়েল আহমেদ,  নারী নেত্রী রীতা প্রমুখ। 

আগামীকাল কোদাল মার্কার অফিস উদ্বোধন

আগামীকাল বিকাল ৩ টায় ফার্মগেট আনন্দ সিনেমা হলের কাছে ঢাকা-  ১২ আসনে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী সাইফুল হক এর নির্বাচনী অফিস  উদ্বোধন করা হবে।এই অনুষ্ঠানে জননেতা সাইফুল হক উপস্থিত থাকবেন। - প্রেস বিজ্ঞপ্তি