News update
  • Fourth Palestinian baby freezes to death in Gaza amid winter crisis     |     
  • Prof Yunus to focus on digital health, youths, ‘Three Zeros’     |     
  • Who’re back in the race? EC clears 58 candidates for Feb polls     |     
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     

প্রার্থিতা ফিরে পেলেন আরও ২৮ জন, বাতিল ৫

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-11, 1:23pm

45tr43534534-999c3edd624a3c54b7334355fd9909d11768116188.jpg




আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে।

আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় আপিল শুনানি শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। শুনানিতে ২৮ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে গতকাল শনিবার প্রথম দিনের শুনানিতে ৫২ জন তাদের প্রার্থিতা ফিরে পান।

দুপুর ১২টা পর্যন্ত ৩৫ জনের শুনানি করে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন। সেখানে ২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে ইসি। ৫ জনকে বাতিল করা হয়েছে। আর দুজন প্রার্থীর সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে।

পাঁচদিন আপিল আবেদন গ্রহণ শেষে গতকাল শনিবার (১০ জানুয়ারি) শুনানি শুরু করে নির্বাচন কমিশন। প্রথম দিনে ৫২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় ১৫ জনের মনোনয়নপত্র এবং স্থগিত আছে তিনটি আপিল। সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত করে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল এবং ১ হাজার ৮৪২ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়েছে গত সোমবার থেকে। প্রথম দিন ৪২টি, দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি, তৃতীয় দিন বুধবার ১৩১টি, বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪টি এবং শেষদিনে অন্তত ১৭১টি আপিল জমা পড়ে। এ নিয়ে পাঁচ দিনে মোট ৬৪০টি আপিল আবেদন হয়।

তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করবে এসব আবেদন। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই এবার ভোটে কতজন লড়াইয়ে থাকছে তার চূড়ান্ত সংখ্যা নির্ধারণ হবে।

রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি।