News update
  • US universities threaten to expel students occupying admin bldg      |     
  • UN rights chief flags overly police action on US campuses     |     
  • Extraordinary, deep anxiety in Gaza over feared Rafah attack      |     
  • Lighter vessel swept by strong current hits Kalurghat Bridge     |     
  • Melting Himalayan ice boosts Teesta flow: PM Hasina     |     

ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে জাপা প্রার্থী জয়ী

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2023-02-01, 10:13pm

resize-350x230x0x0-image-210063-1675263249-ce8638f16250dd17bb13060d0fcfd7a91675268010.jpg




ঠাকুরগাঁও-৩ আসনের (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

হাফিজ উদ্দিনের নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। ১৪ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. ইয়াসিন আলী পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট।

ঠাকুরগাঁও-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৪৩৯ জন।

এর আগে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ছয়টি আসনে প্রার্থী ছিলেন ৪০ জন। ভোটার সংখ্যা ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন। তথ্য সূত্র আরটিভি নিউজ।