News update
  • Spanish tourists among four killed in Afg shooting     |     
  • BD, South Asian students under attack by violent mobs in Kyrgyzstan     |     
  • Woman, son among four die as lightning strikes in Narsingdi     |     
  • BD, Indian, Pakistani students under attack by mobs in Kyrgyzstan     |     
  • Journalists don’t need to enter BB, every info on website: Quader     |     

৬ আসনে ভোটগ্রহণ চলছে

গ্রীণওয়াচ করে নির্বাচন 2023-02-01, 9:13am

resize-350x230x0x0-image-209950-1675220857-992d12a332cbe7aab7ee63e9f79c68ad1675221232.jpg




বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ছয়টি আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সব কয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।

যেসব আসনে উপনির্বাচন— ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২।

ইসি সূত্রে জানা গেছে, এই ৬টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৬৭টি। ভোটকক্ষ ৫ হাজার ৮৯৮টি। মোট ভোটার ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন। ৬টি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ মাত্র তিনটি আসনে প্রার্থী দিয়েছে। আসনগুলো হলো— বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩।

নির্বাচনী এলাকায় সব ধরনের প্রচারণা বন্ধ রয়েছে। এ ছাড়া ওই সব এলাকায় ভোটগ্রহণ উপলক্ষে ট্রাক, পিকআপ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ রয়েছে। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বুধবার মধ্যরাত পর্যন্ত। তবে ইসির অনুমতি নিয়ে যেকোনো যান চলাচল করতে পারবে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এই ছয় আসনের ভোটে সাধারণ কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ভোটের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে বলেন, যথারীতি সব প্রস্তুতি আছে। শুধু সিসি ক্যামেরার ব্যবস্থা করি নাই। বাকি সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু-সুন্দর নির্বাচন করার জন্য যা যা করার দরকার, সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি।

ছয় আসনে প্রার্থী ও ভোটার সংখ্যা

ঠাকুরগাঁও-৩ : এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬ জন। এই আসনে ভোটকেন্দ্র ১২৮টি আর ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। বগুড়া-৪ : প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। ভোটকেন্দ্র ১১২টি। ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। বগুড়া-৬ : প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন। ভোটকেন্দ্র ১৪৩টি। ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ : প্রার্থী ৬ জন। ভোটকেন্দ্র ১৮০টি। ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ : প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। ভোটকেন্দ্র ১৭২টি, মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। ব্রাহ্মণবাড়িয়া-২ : প্রার্থী ৫ জন। ভোটকেন্দ্র ১৩২টি, ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। তথ্য সূত্র আরটিভি নিউজ।