News update
  • Police instructed to close roadside tea stalls by 11pm to stop crime     |     
  • Environmental conservation to be included in textbooks: Saber     |     
  • Chuadanga sees hottest day 43 degree Celsius in 10 yrs     |     
  • HC orders keeping all schools, colleges shut till Thursday     |     
  • Record load shedding of 3200 MW: Mercury hits 43°C     |     

যমুনা নদী‌তে অষ্টমীর স্না‌নে পুণ্যার্থীদের ঢল

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-04-16, 4:13pm

iauoe90r90wer9-4dbd81f87b34f4c9f508f1e3239672b61713262413.jpg




টাঙ্গাইলের ভূঞাপু‌রে যমুনা নদী‌তে মহাষ্টমীতে হাজার হাজার পুণ্যার্থীদের পদচারণায় মুখ‌রিত স্নান ঘাট।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ভো‌র থে‌কে উপ‌জেলার খান‌ুরবা‌ড়ি সরাতলা কা‌লীম‌ন্দির সংলগ্ন যমুনা নদী‌তে স্নান শুরু হয়।

পাপমোচনের আশায় এবং দেশ ও জা‌তির মঙ্গল কামনায় প্রার্থনা ক‌রে আগত পুণ্যার্থীরা যমুনা নদী‌তে স্নান কর‌তে আসেন।

‌দেশের বি‌ভিন্ন জেলা থে‌কে পুণ্যার্থীরা স্নান কর‌তে যমুনা ঘা‌টে আসে। এ সময় গঙ্গা পূজা-অর্চনা ক‌রে ভক্তরা। চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এ সময় অসংখ্য পুণ্যার্থী এখানে পুণ্যস্নানের জন্য আসেন।

ঘা‌টে পূজা করা পুরো‌হিত পিন্টু গোস্বামী জানান, পাপ‌মোচনের আশায় হিন্দু ধর্মাবলম্বীরা যমুনা নদী‌তে স্নান কর‌তে এসেছেন। বি‌ভিন্ন জায়গা থে‌কে পুণ্যার্থীরা আস‌ছেন স্নান কর‌তে। হাজার হাজার পুণ্যার্থীর ঢল নে‌মে‌ছে নদী‌তে।

এ দিকে স্নান ঘা‌টের পা‌শেই মেলা শুরু হয়ে‌ছে। মেলায় বিভিন্ন ধর‌নের পণ্য সামগ্রীর পসরা নি‌য়ে ব‌সে র‌য়েছেন বি‌ক্রেতারা।

অন‌্যদি‌কে ভূঞাপুরে স্লুইস গে‌ট এলাকায়ও স্নান উৎসব হ‌য়েছে। সেখানেও স্নান উৎসব‌কে ঘি‌রে মেলার আয়োজন করা হয়।

অষ্টমী স্নান উৎসব আয়োজক ক‌মি‌টির সাধারণ সম্পাদক অভি‌জিৎ ঘোষ বলেন, ‌ভোর থে‌কে পুণ্যার্থীরা স্নান ঘা‌টে এসে‌ছেন পূজা অচর্না কর‌তে। আগত পুণ্যার্থী‌দের জন‌্য সকল ব‌্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে। ক‌য়েক হাজার ভক্ত‌দের জন‌্য প্রসা‌দের ব‌্যবস্থা করা হয়। স্না‌নোৎস‌বে পর্যাপ্ত সংখ‌্যক পু‌লিশ সদস‌্য দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন ভক্ত‌দের নিরাপত্তার জন‌্য।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্ল‌্যাহ ব‌লেন, নিরাপত্তা নি‌শ্চি‌তে স্নান ঘা‌টে পু‌লিশ সদস‌্য মোতা‌য়েন করা হ‌য়েছে। জেলা পু‌লিশের রিজার্ভ ফোর্স, থানা পু‌লিশ ও নৌপু‌লি‌শের সদস‌্যরা আইনশৃঙ্খলা কা‌জে নি‌য়ো‌জিত র‌য়েছেন‌। তথ্য সূত্র আরটিভি নিউজ।