News update
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     

দিনাজপুরে ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-12-06, 11:44am

fb129f8993b2ef41c46cc6f9decb54bf56ed4682f99b4485-2db23cfd84ee8705f4fd20dade7c43e01733463869.png




দিনাজপুরে বীরগঞ্জে ঢাকা থেকে আসা যাত্রীবাহী দুটি বাসের সঙ্গে ধান বোঝাই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার যদুরহাট এলাকায় চাকাই হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে হ্যারিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁওয়ে যাচ্ছিল। পথে যদুরহাট এলাকায় পৌঁছালে ঠাকুরগাঁও থেকে আসা ধান বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সময়