News update
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     
  • Jamaat and allies set to begin seat-sharing discussions from Tuesday     |     

যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৬

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-10-12, 12:14pm

dewerewrew-d7196ea4901c36c4703f9a0e6a781b931760249674.jpg




যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (১১ অক্টােবর) এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১০ অক্টােবর) হামফ্রিজ কাউন্টির বাকসনোর্ট এলাকায় অবস্থিত ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ কোম্পানির সদর দপ্তরে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও অনুভূত হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। খবর আল জাজিরার। 

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ১৮ জন নিখোঁজ রয়েছে। তবে পরে কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে দুইজন ওই সময় ঘটনাস্থলে ছিলেন না। তাদের নিরাপদে পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন কাউন্টির শেরিফ ডেভিস।

শনিবার সংবাদ সম্মেলনে শেরিফ ডেভিস বলেন, “আমরা তাদেরকে শুধু নিহত নই, আমাদের প্রিয়জন হিসেবে দেখছি। এটি আমাদের সবার জন্য গভীর শোকের মুহূর্ত।”

ডেভিস আরও জানান, উদ্ধার তৎপরতা এখন পুনরুদ্ধার পর্যায়ে গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সহায়তা নেওয়া হবে।

এফবিআই ও ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)-এর তদন্তকারীরা ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছেন। এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা বিপুল পরিমাণ বিস্ফোরক ও অন্যান্য সামরিক উপকরণ অনুসন্ধান কার্যক্রমকে জটিল করে তুলেছে। শেরিফ ডেভিস বলেন, “দুর্ঘটনায় কোনো অপরাধমূলক তৎপরতা ছিল কি না, তা নিশ্চিত হতে দিন, সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে।”

এক বিবৃতিতে অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস ঘটনাটিকে “একটি দুঃখজনক দুর্ঘটনা” বলে উল্লেখ করেছে এবং উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি প্রতিষ্ঠানটি।

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, প্রতিষ্ঠানটি “সামরিক, মহাকাশের জন্য বিস্ফোরক তৈরি, উৎপাদন ও সংরক্ষণ করে।”

সংস্থাটির প্রধান কার্যালয়ে আটটি উৎপাদন ভবন ও একটি মাননিয়ন্ত্রণ ল্যাব রয়েছে।