News update
  • DU openss 'July Memory Museum' remembering martyrs     |     
  • Hotline opened at Burn Institute after BAF jet crash     |     
  • BAF jet crash: Death toll rises to 19, over 50 hurt     |     
  • Air Force F-7 Jet Crashes in Dhaka’s Diabari      |     
  • Fresh low pressure area likely over Bay on July 24: BMD     |     

হা লং বেতে নৌকা উল্টে ৩৪ পর্যটক নিহত

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-07-20, 6:07am

biyyetnaam-40d0598bbfb87da419e2b1429968ef721752970027.jpg




ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বেতে বৈরী আবহাওয়ায় একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির। 

দেশটির উত্তরে অবস্থিত হা লং বে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত। এটি সারা বিশ্বের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

জানা গেছে, ‘ওয়ান্ডার সিজ’ নামের নৌকাটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। হঠাৎ করে তীব্র ঝড়ের কবলে পড়লে নৌকাটি উল্টে যায়। বেশিরভাগ যাত্রীই ছিলেন রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামের বিভিন্ন পরিবারের সদস্য।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে বলে স্থানীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস জানিয়েছে। নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান রাতভর চলছে।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আজ দুপুরে আকাশ হঠাৎ কালো হয়ে আসে। এরপরই শিলাবৃষ্টি, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানো শুরু হয়।

প্রধানমন্ত্রী ফাম মিন চিন এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সরকার এক বিবৃতিতে বলেছে, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।