News update
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     
  • What we know about one of Hadi's assassination attempters     |     
  • United States and Bangladesh Launch Money Laundering Bench Book     |     
  • 6 BD peacekeepers killed, 8 hurt in attack on Sudan UN Base     |     
  • Burglary at Hadi’s village home in Jhalokathi      |     

সিঙ্গাপুর থেকে আসবে আরও ২ কার্গো এলএনজি

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2025-05-07, 9:00pm

4545352-0a1e6baabe0c9fbc6adcbf2fe73bc47b1746630000.jpg




দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে আরও ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে এক হাজার ১০৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৩৩৬ টাকা ৬৪ পয়সা।

বুধবার (৭ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (৩০-৩১ মে ২০২৫ সময়ের জন্য ২৫তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া পিটই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫৪৯ কোটি ৯ লাখ ১৭ হাজার ৭৫২ টাকা ৩২ পয়সা।

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে আরেক কার্গো (২-৩ জুলাই ২০২৫ সময়ের জন্য ২৭তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া পিটই লিমিটেড থেকেই এই এলএনজি আমদানি করা হবে। আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫৫৫ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৫৮৪ টাকা ৩২ পয়সা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এসব এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল সিঙ্গাপুর থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছিল সরকার। এতে ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৬২০ কোটি ৫ লাখ ২৮ হাজার ৬৬৪ টাকা।