News update
  • UN assembly approves resolution grants Palestine new rights     |     
  • Flash floods kill more than 300 people in Afghanistan      |     
  • Road crashes claim 11 human lives in 7 dists     |     
  • Hundreds evacuated from Ukraine border after Russian offensive     |     
  • More than 200 dead in Afghanistan flash floods: UN     |     

‘ভারতে জ্বালানি তেল পাচারের আশঙ্কা রয়েছে’

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2024-03-09, 6:27pm

lksjkfiso-075d6b74de913a309e5b056ec6ffec551709987279.jpg




বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ভারতের চেয়ে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কম। এ পরিস্থিতিতে ভারতে জ্বালানি তেল পাচারের আশঙ্কা রয়েছে।

শনিবার (৯ মার্চ) বারিধারা লেক পার্কে নারী দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করায় দেশে সব ধরনের জ্বালানির দাম কমেছে। এক্ষেত্রে পাশের দেশের চেয়ে দাম কম হওয়ায় ভারতে জ্বালানি তেল পাচারের আশঙ্কা রয়েছে।

পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সীমান্তে কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আগামী কৃষি মৌসুম সামনে রেখে, গ্যাস বিদ্যুৎ জ্বালানি সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয়, এ ব্যাপারে সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিষয়টি জোর মনিটরিং করা হচ্ছে।

এর আগে গত ৭ মার্চ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।