News update
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     
  • Bangladesh bounce back to level series as Tanvir bags five     |     
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড়, দল গঠনের ঘোষণা ইলন মাস্কের

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2025-07-06, 10:33am

new_project_46-cea099ff1f387c7d5a587f6b8c4d82141751776411.jpg




দীর্ঘদিনের রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির বলয় ভেঙে এবার নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। দলের নামও ইতোমধ্যে ঠিকঠাক হয়ে গেছে। নতুন দলের নাম ‘আমেরিকা পার্টি’। তবে এই দলের নেতৃত্ব বা কাঠামো সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ইলন মাস্ক।  

কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়ার পর এই ঘোষণা এল।

রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গতকাল শনিবার (৫ জুলাই) মাস্ক লেখেন, যুক্তরাষ্ট্রের প্রচলিত দুইদলীয় (রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি) রাজনৈতিক কাঠামোর বিকল্প হিসেবে কাজ করবে নতুন এই দল।

নতুন এই দলটি যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কি না সেই এখনও বিস্তারিত কিছু জানাননি ইলন মাস্ক।

ইলন মাস্ক বলেন, ‘একদলীয় শাসনের মধ্যেই বাস করছি আমরা। যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আমেরিকা পার্টি স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছে।’

উল্লেখ্য, গত ২৮ মে মার্কিন সরকারের একটি বিশেষ পদ থেকে পদত্যাগ করেন ধনকুবের ইলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত একটি বড় বিল নিয়ে মতবিরোধের পরপরই মাস্ক এই সিদ্ধান্তের কথা জানান।