News update
  • Bangladesh earthquake death toll rises to 10; scores injured     |     
  • CA for Armed Forces' efficient role to ensure smooth, festive polls     |     
  • Tarique Rahman calls for urgent disaster preparedness after quake     |     
  • UN Unveils UN80 Action Plan to Drive System-Wide Reforms     |     
  • Guterres Urges G20 to Show Leadership and Vision in SA     |     

রাজধানীতে আবারও ভূমিকম্প

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-11-22, 6:13pm

wrwerwer-430af972897a27af8a3cbb914ddd1ba91763813629.jpg




রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৭ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়।

তবে রিখটার স্কেলে এখনও এর মাত্র জানা যায়নি।

এর আগে শনিবার  (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।