News update
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     
  • Banks in Bangladesh slash CSR; spending hits 10-year low     |     
  • Law approved to equip EC to punish neglect of polls duty     |     

ঝিনাইদহের কালীগঞ্জে ৩ মাদক সেবনকারীর ৬ মাসের জেল

ঝিনাইদহ প্রতিনিধি খবর 2022-04-23, 8:47am

শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ছন্দা সিনেমা হলের বিপরীতে একটি পরিত্যক্ত ভবনে অভিযান পরিচালনা করে ৩ মাদক সেবনকারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: নাজিম আনসারী



ঝিনাইদহের কালীগঞ্জে ৩ মাদক সেবনকারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


শুক্রবার বিকেলে শহরের ছন্দা সিনেমা হলের বিপরীতে একটি পরিত্যক্ত ভবনে অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব।


কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা এলাকার অতুল অধিকারীর ছেলে পংকজ অধিকারী, কালীগঞ্জ উপজেলার ঢাকালে পাড়া এলাকার মেহেদী হাসান রিপনের ছেলে রিওন হোসেন ও সাধন দাসের ছেলে বিপ্লব দাস।


নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব জানান, পরিত্যক্ত ভবনে মাদক সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করে। এ সময় সেখানে উপস্থিত হয়ে তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের জেল ও প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।