News update
  • Thousands Line Dhaka Streets to Welcome Khaleda Zia     |     
  • Thousands line the Dhaka streets welcome Khaleda Zia      |     
  • Khaleda lands on home soil; Zubaida reunites with her kins     |     
  • Bangladesh-Japan FOC to Be Held in Tokyo on May 15     |     
  • Young Talents Shine at Inaugural Kidlon Junior Award 2025     |     

অধ্যাপক ইউনূসের সঙ্গে কাতারের আমিরের বোনের সাক্ষাৎ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-22, 6:56pm

tyy4564-a0f60e791545517648034d6e74a314461745326568.jpg

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের আমিরের বোন শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি। ছবি : চিফ অ্যাডভাইজর জিওবি



বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের আমিরের বোন এবং আর্থনা সামিটের আয়োজক শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানী দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেন তারা।

এ সময় কাতার সফররত বাংলাদেশি চার নারী ক্রীড়াবিদ—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফারুখ প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

চারদিনের এ সফর চলাকালে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত নীতি গবেষণা প্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর আ সাসটেইনেবল ফিউচার এই শীর্ষ সম্মেলনের আয়োজক।