News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

তাবলিগের দুপক্ষের সংঘর্ষে নিহত ৪: ২৯ জনের নামে হত্যা মামলা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-12-19, 10:31pm

img_20241219_222957-34cf5cd7f4405faf43f19341bc3cbe521734625899.jpg




টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিবুর রহমান জানান, মামলায় অভিযুক্তদের নাম তদন্তের স্বার্থে এ মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা সাদের অনুসারীরা ২০ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা পালন করতে চেয়েছিলেন। কিন্তু জুবায়ের অনুসারীরা তাদের জোড় ইজতেমা পালন করতে দেবেন না বলে ঘোষণা দেন। এর জেরে বুধবার ভোরের দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন।

এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তবে মাঠের ভেতর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আরটিভি