News update
  • Election delay anti-democratic, against July-August spirit      |     
  • Bodies of 3 students recovered from two rivers in Rangpur     |     
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     

সেই মরিয়ম মান্নানের মাকে জীবিত উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-09-25, 8:33am

resize-350x230x0x0-image-192387-1664043503-1-50a3500e1d46fd1c48165975b8ba10c31664073221.jpg




খুলনা মহানগরীর মহেশ্বরপাশার উত্তর বণিকপাড়ায় নিখোঁজ হওয়া রহিমা বেগমকে জীবিত অবস্থায় ফরিদপুর থেকে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.মাসুদুর রহমান ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৭ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে খুলনা মহানগরীর মহেশ্বরপাশার উত্তর বণিকপাড়ার নিজ বাসা থেকে টিউবওয়েলে পানি আনতে নিয়ে নিখোঁজ হন রহিমা। পরে আর ঘরে ফেরেননি তিনি। অন্যদিকে স্বামী ও ভাড়াটিয়ারা নলকূপের পাশে ঝোপঝাড়ে তার ব্যবহৃত ওড়না, স্যান্ডেল ও বালতি দেখতে পান। এ সময় একই দিন রাতে মাকে খুঁজতে আত্মীয়-স্বজন, আশপাশসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন সন্তানরা।

এদিকে রহিমা বেগমের ছয় সন্তান সংবাদ সম্মেলন ও মানববন্ধনের পর মাকে খুঁজে পেতে গত ১৪ সেপ্টেম্বর দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াহাব জানান, শনিবার রাত ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একটি দল বোয়ালমারী পৌরসভাধীন সৈয়দপুর গ্রামের কুদ্দুস মোল্লার বাড়ি থেকে রহিমা বেগমকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। পরে রাতেই খুলনার পুলিশ রহিমাকে নিয়ে খুলনা উদ্দেশে রওয়ানা হয়েছেন। এর বেশি কিছু তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয়।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.মাসুদুর রহমান ভূঞা বলেন, শনিবার রাতে রহিমা বেগমকে উদ্ধার করা হয়। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।