যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে আজ স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বাসসের জেলা সংবাদদাতার জানান-
ভোলা: বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলা স্কুল মোড়ের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং আওয়ামী লীগ এক ও অভিন্ন।যতদিন বাংলাদেশে থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের হৃদয়ের মনিকোঠায় বিরাজ করবে। জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। পরে একইস্থানে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। পরে আওয়ামী লীগের বিশাল একটি শোক র্যা লি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যা লি শেষে জেলা পরিষদ চত্ত্বরে অসহাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাটোর: সিংড়া উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রতিমন্ত্রী পরে উপজেলার ইটালি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অপরদিকে সকাল ১০টায় স্থানীয় অনিমা চৌধুরী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার লিটন কুমার সাহা ও নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী সহযোগে সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান।
টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ): ১৫ আগস্টের প্রথম প্রহরে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। সোমবার রাত ১২টা ১ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলনের পর ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে চক্ষু হাসপাতালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানানো হয়। এরপর ফাতহাপাঠ এবং বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী, উপ-পরিচালক ডা. একেএম আনওয়ারুল রউফ, সহকারী পরিচালক ডা. মো. আবুল কালাম আজাদ, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অপরদিকে কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভোরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, কোটালীপাড়া থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র, জ্ঞানের আলো পাঠাগারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন উপজেলা সদরের নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, যজ্ঞেশ^র বৈদ্য অনুপ, তুষার মধু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কেরানীগঞ্জ: সকাল ১০টায় উপজেলা চত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কার্যত শুরু করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। একই সময় ঢাকা-২ এর সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি কেরানীগঞ্জ মডেল, কামরাঙিচর ও সাভার থানা একাংশে পক্ষে ধানমন্ডিতে এবং কেরানীগঞ্জ বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ জিনজিরাস্থ আওয়ামী লীগের পার্টি অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। বেলা সাড়ে ১১টায় গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহ-সভাপতি সফিউল আজম খান বারকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি মনির, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সরকারি ইস্পাহানি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগমসহ অনেকে। একই সময় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দোয়া-মাহফিল, গণভোজ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশও আলাদাভাবে শোক দিবস পালন করে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
ফেনী: সকাল ১০টা থেকে শহরের জেল রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্যবিভাগ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দপ্তর, সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। এসময় তিনি জেলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসন থেকে শ্রদ্ধা জানান- জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ প্রশাসনের পক্ষে শ্রদ্ধা জানান- পুলিশ সুপার মো আবদুল্লাহ আল মামুন, স্বাস্থ্য বিভাগের পক্ষে শ্রদ্ধা জানান সিভিল সার্জন ডা. রফিক উস ছালেহীন। উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ, পৌর মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটির শুরুতে সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে। পরবর্তীতে দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর লিবার্টি মার্কেটে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি নিজাম উদ্দিন হাজারী এমপি।
কুমিল্লা(দক্ষিণ): সকাল সাড়ে ১০টায় নগর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। নেতাকর্মীদের নিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সিমা, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। সিটি কর্পোরশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আবুল বাসার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে নিহত শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
হবিগঞ্জ: সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে নিমতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার এস এম মুরাদ আলি, হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন মেডিকেল ক্যাম্প, আলোচনাসভা, দোয়া মহফিল, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা এবং শোক র্যা লির আয়োজন করে।
শরীয়তপুর: সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন শেষে জেলা শহরের জিরোপয়েন্টে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সকাল সাড়ে ৮টায় ও সকাল ৯টায় পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।পুস্পস্তবক অর্পণ শেষে সকাল ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক অনল কুমার দে, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- বাদ জোহর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা এবং গণভোজ, জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সুবিধাজনক সময়ে কেন্দ্রীয় মসজিদসহ জেলার সকল মসজিদ ও পালং হরিসভা কেন্দ্রীয় মন্দিরসহ জেলার সকল মন্দির, উপাসনালয়ে দোয়া মাহফিল ও প্রার্থনা ও সন্ধ্যা সাড়ে ৭টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা সদর ছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে ৫টি উপজেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে।
জয়পুরহাট: সুর্যোদয়ের সঙ্গে-সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল ৭ টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এখানে পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করে এবং মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জেলা আওয়ামী লীগ ও অংগসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থা , স্কুল কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়াও জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। সরকারি শিশু পরিবার, সকল এতিম খানা, মসজিদ, মন্দির, গীর্জায় কোরআন খানি, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা, শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদশর্নী, হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল, রেড ক্রিসেন্টের উদ্যোগে বিনা মূল্যে ব্লাড গ্রুপিং এবং জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা পরিষদের পক্ষ থেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নড়াইল: সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৯টায় পুরাতন বাস টার্মিনাল গোল চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তর, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারা,স্বাধীনতা চিকিৎসক পরিষদ,প্রেস ক্লাব, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১২টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, বেলা সাড়ে ১২টায় ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের আয়োজনে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল,বাদ জোহর বিভিন্ন মসজিদে জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্য ও অন্যান্য শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। তথ্য সূত্র বাসস।