News update
  • Khaleda back home from hospital     |     
  • Miton of Child, Old Age Care made fake death certificates     |     
  • Debt rescheduling cycle fuels inflation: Dr Farashuddin     |     
  • Births, marriages hit lowest level since 2013 in Germany     |     

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা যুক্তরাষ্ট্রের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-25, 4:42pm

image-43403-1653471656-7e2742606a56e1520972d4a2c9ac4fac1653475378.jpg




যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার নিন্দা জানিয়েছে। ওয়াশিংটন এ ধরনের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের পরিবর্তে পিয়ংইয়ংকে সংলাপের পথ বেছে নেয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র উত্তর কোরিয়ার সরকারি নাম ব্যবহার করে ওয়াশিংটন সময় মঙ্গলবার রাতে বলেন, ‘যুক্তরাষ্ট্র ডিপিআরকে’র বারবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার নিন্দা জানায়।’
তিনি বলেন, ‘আমরা আরো উস্কানি দেয়া থেকে বিরত থাকতে এবং টেকসই ও বাস্তবসম্মত সংলাপে অংশ গ্রহণে ডিপিআরকে’র প্রতি আহ্বান জানাই।’ তথ্য সূত্র বাসস।