News update
  • Khaleda Zia hospitalised again      |     
  • The Deadliest Days for Journalists in War Zones     |     
  • NY police arrest 300 at pro-Palestinian student protests     |     
  • Dhaka to enhance eco-tech in rice cultivation to cut gas emission     |     
  • Gazans on tenterhooks awaiting news of ceasefire call     |     

‘আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-25, 4:41pm

img_20220525_164118-975347edfe01843251c4175e049fdb2a1653475290.jpg




উত্তর কোরিয়া বুধবার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম এশিয়া সফর শেষ করার মাত্র এক দিন পর পিয়ংইয়ং এ পরীক্ষা চালায়। সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সিউল জানায়, পিয়ং ইয়ংয়ের সুনান এলাকা থেকে একটি আইসিবিএমসহ কমপক্ষে দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া সম্প্রতি সেখান থেকে কয়েকটি অস্ত্রের পরীক্ষা চালায়।
সিউলের সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়ার ‘আইসিবিএম ও ক্ষেপণাস্ত্র উস্কানির’ জবাবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সরাসরি ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সিউল সরকার জানায়, ‘আজ উত্তর কোরিয়ার আন্ত:মহাদেশীয় একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের ও স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে।’
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সরাসরি লঙ্ঘনের ক্ষেত্রে একটি অবৈধ কর্মকান্ড।’ তথ্য সূত্র বাসস।