
আসন্ন ২০২৬ আইপিএলকে সামনে রেখে ৯ কোটি ২০ লাখ রুপিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে কলকাতা নাইট রাইডার্স। তবে পুরো টুর্নামেন্টে এই ক্যাটার মাস্টারকে দলে পাবে না তারা। নিউজিল্যান্ড সিরিজ খেলতে ৮ দিনের জন্য দেশে আসতে হবে মোস্তাফিজকে।
সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
তিনি বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে শুধু ওয়ানডে সিরিজ খেলার জন্য মোস্তাফিজকে ৮ দিনের জন্য দেশে ফিরতে হবে। আমরা চাই বাংলাদেশ দল ঘরের মাঠে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামুক।
আইপিএলের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরাসরি এসে ওয়ানডেতে মানিয়ে নেওয়া মোস্তাফিজের জন্য চ্যালেঞ্জিং হবে কি না—এমন প্রশ্নে ফাহিম জানান, ‘টি-টোয়েন্টি থেকে ওয়ানডেতে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে। তবে মোস্তাফিজ আইপিএলের মতো উচ্চমানের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলে ফিরবেন, তাই আশা করা যায় ও ভালোভাবেই খাপ খাইয়ে নিতে পারবে।
উল্লেখ্য, এবার আইপিএল নিলামে মোস্তাফিজকে নিয়ে বেশ কাড়াকাড়ি হয়েছিল। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে বিশাল অঙ্কের বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে কেকেআর। এখন বিসিবির এই সিদ্ধান্তের ফলে আসরের মাঝের কয়েকটা ম্যাচে প্রিয় তারকাকে পাবে না কলকাতা সমর্থকরা।