
বিপিএল শুরুর আগে রংপুর রাইডার্সের ৬ চমক। ছবি: সংগৃহীত
বিপিএল আয়োজনের সকল প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েকদিন পরই শুরু হবে মাঠের লড়াই, আর এই সময়ে বিশাল চমক দেখিয়েছে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। ছয় বিদেশি তারকা ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে দলটি।
তারকা ছয় বিদেশি ক্রিকেটার হলেন ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স এবং পাকিস্তানের খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ।
বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।
চুক্তিবদ্ধ ছয় ক্রিকেটারই বিপিএলের গত আসরেও খেলেছিলেন। এর মধ্যে খুশদিল, ইফতিখার ও আকিফ রংপুরেই ছিলেন। আর মালান, মায়ার্স ও আশরাফ ছিলেন ফরচুন বরিশালে।
ফলে সবমিলিয়ে রংপুর রাইডার্সের স্কোয়াড দাঁড়াল ২২ জনে। এর আগে নিলাম থেকে ১২ জন এবং নিলাম-পূর্ব সরাসরি চুক্তিতে ৪ জনকে নিয়েছিল রংপুর। সরাসরি চুক্তিতে আগের চারজন ছিলেন নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি ও সুফিয়ান মুকিম।
আর নিলাম থেকে কেনা হয়েছিল লিটন দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রাকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরী (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), মেহেদী হাসান সোহাগ (১১ লাখ), মাহমুদউল্লাহ (৩৫ লাখ), আবদুল হালিম (১১ লাখ), এমিলিও গে (১০ হাজার ডলার) ও মোহাম্মদ আখলাকদের (১০ হাজার ডলার)।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। প্রথম দিন মাঠে নামবে সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস। রংপুরের প্রথম ম্যাচ ২৯ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। টুর্নামেন্টের শুরু থেকে ২ জানুয়ারি পর্যন্ত সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।