News update
  • 2 killed as bus hits CNG near Hanif Flyover, Jatrabari     |     
  • Fourth-Generation Nuclear Survivor Urges Global Justice     |     
  • Coast Guard project revised to fill facility, logistics gaps     |     
  • As debate over the location of climate conference razes on, will COP fail this time too?     |     
  • UN Rights Office Warns of Gaza Escalation, West Bank Annexation     |     

বৃষ্টির বাধায় পণ্ড বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের শেষ টি-টোয়েন্টি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-04, 6:21am

30e77e725785ed36183276d002ea4b7bd3315780dee2efd4-6be66c9131b334cdb6b0b3f8c7231bdf1756945292.jpg




বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত আর মাঠে নামতে পারল না বাংলাদেশ। ব্যাট করা হয়নি নেদারল্যান্ডসেরও। তাতে পরিত্যক্ত হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এশিয়া কাপের আগে বাংলাদেশ নিজেদের প্রস্তুতিমূলক সিরিজটি সেরেছে ২-০ ব্যবধানের জয়ে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। দুই দফা বৃষ্টির বাধার মাঝে লিটন দাসের মারকুটে ফিফটির ইনিংসে ১৮.২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। কিন্তু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন দ্বিতীয় দফায় বৃষ্টিটা বেশিই ভুগিয়েছে। বাংলাদেশ আর ব্যাট করতে পারবে না সেটা ঠিক হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল, নিয়মানুযায়ী অন্তত নেদারল্যান্ডস যেন ৫ ওভার ব্যাট করতে পারে। সেটা হলেও ম্যাচের ফল আসতো। কিন্তু বৃষ্টি সে সুযোগও দিলো না। খেলা শুরুর জন্য নির্ধারিত শেষ সময় ৯টা ৪৮ মিনিটেও কোনো সম্ভাবনা না দেখে ম্যাচ অফিশিয়ালরা পরিত্যক্তের ঘোষণা দেন।

এদিন পাঁচ পরিবর্তন নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুটা ভালো করেছিল। ৩ ওভারেই ৩৯ রান উঠে যায় লিটন দাসদের স্কোরবোর্ডে। প্রথম ওভারে জীবন পাওয়া সাইফ চতুর্থ ওভারের প্রথম বলেই বোল্ড হন। ৮ বলে তিনি করেন ১২ রান। ওয়ানডাউনে নামা তাওহীদ হৃদয় ধীরগতিতে খেলতে থাকেন। তবুও রানের চাকা সচল থাকে লিটনের ঝড় তোলা ব্যাটিংয়ে। ফ্লাডলাইটের সমস্যার কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর সেই ঝড় থামায় বৃষ্টি।

পঞ্চম ওভারের সময় বৃষ্টির হানার কারণে ম্যাচ অনেকক্ষণ বন্ধ থাকে। বৃষ্টি থামলে রানের গতি কমে যায় টাইগারদের। পঞ্চম থেকে দশম ওভার পর্যন্ত রান উঠে মাত্র ৩৩। লিটন এরমধ্যেই অবশ্য ১৪তম ফিফটি তুলে নেন। যা দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি ফিফটি আছে সাকিব আল হাসানের।

তাওহীদ হৃদয় আউট হন ১৪ বলে ৯ রান করে। লিটন দাস অবশেষে আউট হন ৪৬ বলে ৭৩ রান করে। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়ের মার। লিটনের পরপরই ফিরে যান শামীম পাটোয়ারি। শেষের দিকে ঝড় তুলেন নুরুল হাসান সোহান ও জাকের আলী অনিক। ১৭তম ওভারে ৯ ও ১৮তম ওভারে ২২ রান তুলেন তারা। ফের বৃষ্টি হানায় সেই ঝড় থামে ১৮.২ ওভারে।

দ্বিতীয় দফার বৃষ্টির পর বাংলাদেশ আর ব্যাট করেনি। ১১ বলে সোহান ২২ ও ১৩ বলে জাকের ২০ রান নিয়ে অপরাজিত থাকেন। নেদারল্যান্ডসের হয়ে ক্লেইনই নেন ৩ উইকেট, একটি পান টিম প্রিঙ্গল।

সিরিজের প্রথম ম্যাচে ৮ ও দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। লিটন দাসদের মিশন এবার এশিয়া কাপ। আবুধাবিতে আগামী ১১ সেপ্টেম্বর গ্রুপপর্বের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে টাইগাররা।