News update
  • Tarique’s Flight Lands in Sylhet; Crowds Build at 300 Feet     |     
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     

বাংলাদেশসহ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করল যারা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-07-12, 6:24pm

bangladesh_cricket-820f91a016b4b0befd9baa24b1ea1b091752323084.jpg




আগামী বছর ভারত আর শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির নতুন নিয়মে এখন সবমিলিয়ে ২০টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ক্রিকেটের মারকাটারি এই ফরম্যাটের বৈশ্বিক লড়াইয়ে অংশ নিতে প্রস্তুতি পর্ব খেলছে দেশগুলো। প্রশ্ন হলো- কতটি দল এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে?

গতকাল প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি। ইউরোপীয় অঞ্চল থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নেদারল্যান্ডসও কোয়ালিফাই করেছে। তারাসহ এখন পর্যন্ত মোট ১৫টি দল বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে। যেখানে আছে বাংলাদেশও।

স্বাগতিক দল হিসেবে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের গত আসরের সেরা ৮ দল হিসেবে টিকেট নিশ্চিত করেছে- বাংলাদেশ, অস্ট্রেলিয়া,  দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র।

ভারত র‌্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকায় র‌্যাংকিং বিবেচনায় বাড়ানো হয়েছে একটি স্লট। সেখানে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড।

আমেরিকা অঞ্চল থেকে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে গত আসরে চমক দেখানো কানাডা। আর গতকাল ইউরোপ অঞ্চল থেকে টিকেট পেয়েছে নেদারল্যান্ডস আর ইতালি।

তবে, এখনো বাকি পাঁচটি স্লট। এশিয়া ও আফ্রিকা অঞ্চল থেকে বাছাই পেরিয়ে টিকেট নিশ্চিত করবে এই পাঁচ দল। এশিয়ান অঞ্চল থেকে টিকেট পাবে তিনটি দল। আর আফ্রিকা থেকে দুটি দল।