News update
  • WHO Says Traditional Medicine Use Surges Worldwide     |     
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     

গ্লোবাল সুপার লিগ: জয় দিয়ে আসর শুরু করল চ্যাম্পিয়ন রংপুর

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-07-11, 2:37pm

f3c13a2159a0617f32f0533f45564b3bb542391c31486368-c867fd9e051f7beaecd6bfe645c52df41752223063.jpg




রোমাঞ্চকর এক জয় দিয়ে এবারের গ্লোবাল সুপার লিগ শুরু করল রংপুর রাইডার্স। ক্যারিবীয় দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে আসর শুরু করল গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

গায়ানার প্রোভিডেন্স ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬২ রানের পুঁজি পায় নুরুল হাসান সোহানের দল। জবাবে ১৫৪ রানেই অল আউট হয়ে যায় গায়ানা। তাতে ৮ রানের জয় দিয়ে আসরে শুভ সূচনা করে রংপুর।  

সাইফ ও সৌম্য সরকারের ব্যাটে ভালো শুরু পায় রংপুর। ওপেনিং জুটি থেকে আসে ৪৯ রান। ১৮ বলে ১৮ রান করে গুতাকেশ মোতির বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ। এরপর অবশ্য দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর।

মোতি ও ইমরান তাহিরের ঘূর্ণিতে ১১ রানের মধ্যে ৩ উইকেট হারায় রংপুর। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যাচ্ছিলেন কাইল মায়ার্স। ইফতিখার আহমেদকে নিয়ে ৭৬ রানের অপরাজিত জুটিতে ১৬২ রানের পুঁজি পায় জিএসএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

৩১ বলে ৩ চার ও দুই ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন মায়ার্স। আর ২১ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন ইফতিখার। গায়ানার হয়ে ২টি করে উইকেট নেন মোতি ও ইমরান তাহির।

জবাবে গায়ানাও ভালো শুরু পায়। জনসন চার্লস ও মঈন আলি দলকে ভালো অবস্থানে নিয়ে যান। তবে তাদের জুটি ভাঙার পর খেই হারিয়ে ফেলে গায়ানা। ২৮ বলে ৪০ রান করে হারমিত সিংয়ের বলে বোল্ড হয়ে বিদায় নেন চার্লস। মঈনকে তুলে নেন শামসি।

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন টাইগার পেসার খালেদ আহমেদ। ম্যাচে ৪ উইকেট পান তিনি। হেটমায়ার, রাদারফোর্ড ও প্রিটোরিয়াসের উইকেট নেয়ার পর, শেষ দিকে এলবিডব্লিউ করেন স্প্রিংগারকে। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল গায়ানার, হাতে ছিল এক উইকেট। তবে প্রথম বলেই ডেভিড উইজাকে বোল্ড করেন আফগান পেসার ওমরজাই। তাতেই জয়ের উল্লাসে মাতে রংপুর।

রংপুরের হয়ে ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন খালেদ। দুইটি করে উইকেট নিয়েছেন শামসি ও ওমরজাই। সময়