News update
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     

দুঃসংবাদ পেলেন সাকিব

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-09-28, 10:35am

resize-350x230x0x0-image-241607-1695872412-423158b30f179a619d2d43eded53f4771695875727.jpg




নানান নাটকীয়তা মধ্যেই ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ দল। ভারতে দুইদিন বিশ্রাম শেষে টাইগারদের নামতে হবে প্রস্তুতি ম্যাচ খেলতে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে সাকিব অ্যান্ড কোং।

এশিয়া কাপে ব্যর্থ মিশন এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ হার প্রসঙ্গ এড়িয়ে বিশ্বমঞ্চের এবারের আসর থেকে সাফল্য নিয়ে ফিরতে চায় সাকিব আল হাসানের দল। তবে এর আগেই দুঃসংবাদ পেয়েছেন ওয়ানডে দলপতি সাকিব।

বুধবার (২৭ সেপ্টেম্বর) আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে একধাপ নিচে নেমে গেছেন কিউই সিরিজে বিশ্রামে থাকা সাকিব। ৫৯১ রেটিং পয়েন্ট নিয়ে লাল-সবুজের এই অধিনায়কের অবস্থান এখন ৩৬-এ।

অন্যদিকে নিয়মিত পারফরম্যান্সে আইসিসির ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৪৮৫। ঘরের মাঠে এই সিরিজে এক ম্যাচ খেলা মুশফিকুর রহিমের অবস্থান (২১ নম্বর) অপরিবর্তিত রয়েছে।

ফরম্যাটটির এই তালিকায় শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এরপরই আছেন ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল ও দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ডুসেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ৭৯তম স্থানে আছেন শরিফুল ইসলাম। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে (১৭তম) আছেন সাকিব আল হাসান।

বোলারদের তালিকার শীর্ষে ভারতের মোহাম্মদ সিরাজ। এরপর অবস্থান জশ হ্যাজলউড ও মুজিব-উর-রহমান।

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ। সূত্র আরটিভি নিউজ।