News update
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     

ফেসবুকে বির্তকিত পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন তানজিম সাকিব : বিসিবি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-09-19, 10:55pm

image-106919-1695130256-a71fa35a3fedb404e143302213fa3b431695142548.jpg




সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বির্তকিত পোস্টের কারনে পেসার তানজিম হাসান সাকিবকে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের মত অভিষেকের একদিন পর তার পুরানো পোস্টগুলো ভাইরাল হয়।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হয় তানজিম সাকিবের। অভিষেকের দ্বিতীয় বলেই ভারত অধিনায়ক রোহিত শর্মাকে শূণ্য হাতে প্যাভিলিয়নে ফেরাত পাঠান তিনি। ৩২ রানে ২ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে ৬ রানের জয়ে বড় অবদান রাখেন তানজিম।

আজ বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘ফেসবুকে তানজিমের দেয়া বির্তকিত পোস্টগুলোর বিষয়ে আমরা তার সাথে আলোচনা করেছি। তিনি বলেছেন, অন্য কাউকে আঘাত করার জন্য এমন পোস্ট করেননি, নিজ থেকেই এমন পোস্ট করেছেন এবং যদি এটি কাউকে আঘাত করে তাহলে তার জন্য দুঃখিত তানজিম।’

ইউনসু আরও বলেন, ‘বির্তকিত পোস্টের জন্য তানজিম দুঃখ প্রকাশ করায়, আমরা তাকে সতর্ক করেছি। তিনি বলেছেন, ভবিষ্যতে এই ধরণের পোস্ট দেবেন না এবং এই ধরণের সমস্যা তৈরি করা থেকে দূরে থাকবেন।’

ছোট ক্যারিয়ারে মাত্র ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ  দলের সদস্য তানজিম। ঘরোয়া আসরে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে জাতীয় দলে জায়গা করে নেন তিনি। কিন্তু এরপরই ভুল কারণে শিরোনামে উঠে আসেন তানজিম।

বহুদিন আগে ফেসবুকে নারীদের নিয়ে, বিশেষ করে কর্মজীবী নারীদের লক্ষ্য করে দেয়া তানজিমের পোস্টগুলো আলোচনায় উঠে আসে। গেল বছর ফেসবুকে তানজিম পোস্ট করেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর অধিকার আদায় হয় না। স্ত্রী চাকরি করলে সন্তানের অধিকার আদায় হয় না। একজন নারী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়।’

বিশ্ববিদ্যালয়ে পড়–য়া মেয়েদের নিয়েও কটুক্তিমূলক পোস্টও করেছিলেন তানজিম। তিনি লিখেছিলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছেলে বন্ধুদের সাথে অবাধ মেলামেশা করা মেয়েকে বিয়ে করলে একজন সন্তান শালীন মা পাবে না।’

ইউনুস বলেন, ‘নারীদের সম্পর্কে যা কিছু লিখেছেন এবং তিনি বলেছেন, এ সবকিছুর দায় নিয়েছেন তিনি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, তিনি নারী বিদ্বেষী নন। তিনি বলেন, জনসাধারণের ধারণা নারীদের ঘৃণা করেন তিনি। কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা কারণ তার মা’ও একজন নারী এবং তিনি কিভাবে নারীদের ঘৃণা করতে পারেন।’

ইউনুস জানিয়েছেন, ফেসবুক দেয়া সব পোস্ট ইতোমধ্যে মুছে ফেলেছেন তানজিম। এটিও স্পষ্ট করা হয়েছে, তার আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বিসিবি।

ইউনুস বলেন, ‘এখন থেকে আমরা তার উপর নজর রাখা হবে এবং তাকে পর্যবেক্ষণ করা হবে। কারণ তার কি ধরনের মানসিকতা আছে সেটি জানা জরুরি। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে তার পরিবারও খুবই আতঙ্কিত। সামনেই আমাদের একটি বিশ্বকাপ আসছে এবং সে তরুণ। আমরা তাকে সতর্ক করে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে সে যদি এমন কিছু করে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

ইউনুস আরও জানান, যদি প্রয়োজন হয় তাহলে তাকে মানসিকভাবে সহায়তা দিতে প্রস্তুত বিসিবি।

ইউনুস বলেন, ‘সে ক্ষমা চেয়েছে। নিজের দেয়া সকল পোস্ট মুছে ফেলেছে। আমরা তার সাথে আরও কথা বলবো এবং যদি তার কোন সমস্যা থাকে, আমরা তাকে সাহায্য করতে প্রস্তুত। প্রয়োজনে আমরা তাকে  (মনস্তাত্ত্বিক) সাহায্য করবো।’

ভবিষ্যতে এ ধরণের সমস্যার মুখোমুখি হবেন না বলে আশাবাদী ইউনুস। তিনি জানান, বিসিবির আচরণবিধি সম্পর্কে অবগত করা হয়েছে খেলোয়াড়দের।

ইউনুস বলেন, ‘জাতীয় দলের সকল খেলোয়াড়দের জন্য একটি আচরণবিধি আছে। যা তাদের অনুসরণ করতে হবে এবং আমরা তাকে এই সব বিষয়েও জানিয়েছি। এই বিষয়ে সতর্ক থাকবেন এবং নিজের কাজের জন্য অনুতপ্ত  তানজিম।’ বাসস