News update
  • Two children drown in mountain stream in Ramu, Cox's Bazar     |     
  • Sundarbans fire: Committee formed to assess biodiversity loss     |     
  • Dhaka stock turnover crosses Tk1000cr after 3 months      |     
  • Heatstroke claims 15 lives in 14 days: DGHS     |     
  • Forest Deptt deploys teams, drones to monitor Sundarbans fire      |     

প্রথম জোড়া ‘ডাক’ তামিমের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-05-26, 8:10pm

img_20220526_201159-6652e171cefc1d8570f717d2b52ace971653575775.jpg




টেস্ট ক্যারিয়ারে এক ম্যাচে প্রথমবারের মত জোড়া ‘ডাক’-এর স্বাদ পেলেন  বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংসেই শুন্য রানে  আউট হন  তামিম। ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে এর আগে এক ম্যাচের দুই ইনিংসে কখনও শুন্য রানে আউট হননি তামিম।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৪ বল ও দ্বিতীয় ইনিংসে ১১ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তামিম। ৬৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১১তমবারের মত শুন্য হাতে ফিরেন তিনি।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন তামিম।

ঢাকা টেস্টের আগে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন তামিম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রান ক্লাবের  নদন্য হতে মাত্র ১৯ রান দূরে ছিলেন এ তারকা ব্যাটসম্যান।

কিন্তু টেস্টের দুই ইনিংসে জোড়া ‘ডাক’ নিয়ে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের অপেক্ষা দীর্ঘ হলো তামিমের। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। প্রথম বাংলাদেশি হিসেবে চট্টগ্রাম টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেছেন মুশফিকুর রহিম।

এখন পর্যন্ত ৬৭ টেস্টে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৮১ রান করেছেন তামিম। গড়- ৩৯ দশমিক ৫৩। তথ্য সূত্র বাসস।