
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নবান্ন উৎসব ১৪৩২’।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় টিএসসির উড়ন্ত পায়রা চত্বরে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
দেশজ সংস্কৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানারকম পরিবেশনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর সঙ্গে বিশেষ আয়োজন হিসেবে থাকছেন প্রখ্যাত বাউল শিল্পী চিশতী বাউল, সংগীতশিল্পী আকাশ গায়েন, ফারজানা আফরিন ইভা, আবু রাশেদ, পলাশ, রবি ও ক্যাম্পাসের জনপ্রিয় অন্যান্য শিল্পীরা।
একইসঙ্গে থাকছে গ্রামীণ ঐতিহ্যের লাঠিখেলাসহ নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা।
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, জাতিগত অস্তিত্ব এবং কৃষিনির্ভর সমাজের কৃষ্টি-সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরার প্রয়াস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়েছে।