News update
  • UN Warns Gaza Children Face Starvation Amid Total Collapse     |     
  • Israeli crimes Continue: 27 Children Killed Daily in Gaza      |     
  • Curfew in Gopalganj After Clashes Leave 4 Dead, Dozens Hurt     |     
  • BB Buys $313m to Stabilise Falling Dollar Rate     |     
  • UK Firms Eye Bangladesh for New Investment Sectors     |     

প্রাথমিকে মাতৃভাষা ও গণিতের ওপর গুরুত্ব দিতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-07-14, 7:50am

gnnshikssaa_updessttaa-fa5fb49100eecacff23f52bff3b004c81752457813.jpg




প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা ও গণিতের ওপর আরও গুরুত্ব দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে যদি গণিত বিষয়ে যথাযথ ধারণা দেওয়া যায়, তবে সেটা তার জীবনের জন্য একটি বড় ভিত্তি। এর ফলে সে নিজ উদ্যোগেই পড়তে পারবে ও এগিয়ে যাবে। 

রোববার (১৩ জুলাই) হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে হবিগঞ্জ জেলার বিভিন্ন অংশীজনের সঙ্গে দিনব্যাপী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

সাক্ষরতা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করে গণশিক্ষা উপদেষ্টা বলেন, আমরা যদি শিক্ষার্থীদের সঠিকভাবে সাক্ষর করে গড়ে তুলতে পারি তাহলে সামগ্রিক শিক্ষার মান বৃদ্ধি পাবে। পাশাপাশি, যদি সমাজের পশ্চাৎপদ অংশকে সাক্ষর করে গড়ে তোলা যায়, তাহলে তারা জীবনে অনেক এগিয়ে যাবে। যা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে হবিগঞ্জ ও হাওর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনেক সমস্যার স্থানীয়ভাবেই সমাধান সম্ভব। কিন্তু, প্রকৃতপক্ষে যথাযথ উদ্যোগের অভাবে এসব সমস্যার সমাধান হয় না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সহজেই সমস্যাগুলো সমাধান করা যায়।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, সিলেট বিভাগের উপপরিচালক মো. নূরুল ইসলাম।