News update
  • Five Shariah Banks to Merge Into State-run Sammilito Islami Bank     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     

ডাকসু নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-01-03, 8:36am

img_20250103_083641-0548467c4cf2b23ca4c2bc2540ae18681735871819.jpg




দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সমর্থিত সিন্ডিকেট সদস্যদের অংশগ্রহণ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানানোর পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নানান প্রোফাইল, পেজ ও গ্রুপে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মনগড়া তথ্য পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটির নেতার।

শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালযয়ের এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বিগত ১৭ বছর যাবৎ বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও মানবাধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে লড়াই চালিয়ে গেছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ সে লড়াইয়ে ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন এবং গুমের শিকার হয়েছেন। এমনকি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নিয়ে ১৪৩ জন ছাত্রদল নেতাকর্মী শহিদ হয়েছেন।

এছাড়া আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছেন অনেকে। তাদের মহান আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থী ও বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে গণতান্ত্রিক প্রতিজ্ঞা রয়েছে, সে অনুসারে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার যে ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, সেটিকেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেদের প্রাণের দাবি হিসেবে বিবেচনা করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত আলোচনায় বারংবার ডাকসু সংস্কার ও নির্বাচনের বিষয়টি নিয়ে দাবি জানিয়ে এসেছে।

সেই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে ছাত্র সংগঠনসমূহ সহ সকল অংশীদারের প্রস্তাবনা আহ্বান করেছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ও তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত আলোচনার মাধ্যমে ডাকসুর উপযুক্ত সংস্কার ও নিয়মিত নির্বাচন চালু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার মনোভাব পোষণ করছে।

এর পরেও ‘ছাত্রদল ডাকসু চায় না’, ‘ছাত্রদল ডাকসু দেরিতে হোক’- এরকম বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মনগড়া শিরোনামে সংবাদ প্রচার করা নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হীন একটি চক্রান্তের অংশ বলেই প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায় এসকল বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রচারের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ডাকসু বিষয়ে ছাত্রদলের অবস্থান নিয়ে কাউকে বিভ্রান্ত না হতে এবং সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিক তথ্য যাচাই করে প্রচার করতে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বৃহস্পতিবার রাতে এই বার্তা প্রেরণ করার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং তাদের অনুমতিক্রমে দপ্তর সম্পাদক ব্যতীত আর কারও প্রদত্ত কোনপ্রকার মৌখিক বা লিখিত বক্তব্যকে সংগঠনের বক্তব্য হিসেবে গ্রাহ্য ও প্রচার না করতে দায়িত্বশীল সংবাদমাধ্যমসমূহ সহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী সকলের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন।আরটিভি