News update
  • As Israel pushes deeper into Rafah, Hamas regroups in Gaza     |     
  • Govt’s future bleak as crisis deepens: Fakhrul     |     
  • SSC, equivalent exam results 2024: Girls outperform boys     |     
  • Over 4,000 people evacuated in Kharkiv region: governor     |     
  • Explore why boys lag behind girls in exams: PM says on SSC results     |     

'অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি শিক্ষার আলো ছড়াবে পায়রা বন্দর'

ক্যাম্পাস 2023-02-01, 10:07pm

paira-preparatory-primary-school-was-inaugurated-on-wednesday-1749b1a91315927de9a5404fd9ae7f681675267667.jpg

Paira Preparatpru Primary School was inaugurated on Wednesday.



পটুয়াখালী: পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ এম সোহায়েল বলেছেন, 'দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি এবার শিক্ষার আলো ছড়াবে। বন্দর এলাকায় পর্যায়ক্রমে মাধ্যমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতাল করা হবে। উপকূলীয় অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় এনে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।' বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আজ বুধবার বেলা ১১ টায় সমুদ্র বন্দর এলাকায় পায়রা মাল্টিপারপাস ভবনের তৃতীয় তলায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রথমবারের মতো পায়রা প্রিপারেটি প্রাথমিক স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য এম রফিউল হাসাইন (প্রশাসন ও উন্নয়ন), কমোডোর রাজীব ত্রিপুরা, বিএন , ( প্রকৌশল ও উন্নয়ন ), পটুয়াখালী ও কলাপাড়া প্রেসক্লাবের সদস্যরা, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ পায়রা বন্দরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। 

উল্লেখ্য,  ৪০ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক নিয়ে এ বিদ্যালয়টি উদ্বোধন করা হয়। - গোফরান পলাশ