News update
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     

কলাপাড়ায় ৯00 প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

কৃষি 2025-04-29, 11:56pm

free-seed-and-fertilizer-was-distributed-among-900-marginal-farmers-in-kalapara-on-tuesday-29-april-2025-1625dbe3f918e65934f5e6c067d9933c1745949417.jpg

Free seed and fertilizer was distributed among 900 marginal farmers in Kalapara on Tuesday 29 April 2025.



পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি বীজ সংরক্ষণাগারে প্রধান অতিথি হিসেবে বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির প্রমূখ।  - গোফরান পলাশ